কুমিল্লা নামে বিভাগ চাই” — জাতীয় প্রেসক্লাবে বৃহত্তর কুমিল্লাবাসীর মানববন্ধন ও সমাবেশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ । ৬:৩১ অপরাহ্ণ

কুমিল্লা নামে বিভাগ চাই” — জাতীয় প্রেসক্লাবে বৃহত্তর কুমিল্লাবাসীর মানববন্ধন ও সমাবেশ

ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৫:
বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে কুমিল্লা একটি গৌরবোজ্জ্বল নাম। দীর্ঘদিন ধরে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছে। তারই অংশ হিসেবে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় এক বিশাল মানববন্ধন ও সমাবেশ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।
সভাপতির দায়িত্ব পালন করেন কুমিল্লার কৃতি সন্তান, সাবেক সচিব এবি এম শাহজাহান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লার প্রখ্যাত শিক্ষাবিদ, পেশাজীবী, রাজনীতিক ও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা বলেন, “কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কেবল কুমিল্লার মানুষের আবেগ নয়, এটি এখন সময়ের দাবি।”

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান— দ্রুত ‘কুমিল্লা’ নামে বিভাগ ঘোষণা করা হোক এবং প্রশাসনিক কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা হোক।

সমাবেশে আরও জানানো হয়,
“কুমিল্লাবাসী যতদিন পর্যন্ত ‘কুমিল্লা বিভাগ’ বাস্তবায়নের ঘোষণা না পাবে, ততদিন পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলমান থাকবে।”

সংবাদদাতা:
এম এ জামান  | ঢাকা | ২২ সেপ্টেম্বর ২০!

সম্পাদক : আলী আশরাফ আখন্দ।  কপিরাইট © অগ্রণী  বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত 

প্রিন্ট করুন