ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আওয়ামী লীগের নেতা সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে মৌলিক কোনো পার্থক্য নেই। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর এলাকার একটি রেস্টুরেন্টে ইসলামী যুব আন্দোলনের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উল্লেখ করে তিনি বলেন, “ফখরুল সাহেব শরিয়া আইন বিশ্বাস করেন না। তবে তিনি মুনাফিক নন, স্পষ্টবাদী। এটা একটি ভালো গুণ। তিনি একজন ভালো রাজনীতিবিদ, এ কারণে তাকে আমার ভালো লাগে। তবে তার দল কি তার বক্তব্য মানে?”
তিনি আরও বলেন, বিএনপির নেতাদের কেউ কেউ হুমকি দেন যে, কেউ অন্য মার্কায় ভোট দিলে তাকে ‘ঠ্যাং ভেঙে’ বের করে দেওয়া হবে। এটি একনায়কতান্ত্রিক মনোভাব, যা বাকশালের সমান বলেও মন্তব্য করেন তিনি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ । ৮:৪৭ পূর্বাহ্ণ