আহত ইয়াছিন আরাফাত গাবুরার বাসিন্দা। সে ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ সাংগঠণিক সম্পাদক।

ছাত্র অধিকার পরিষদ নেতা ইয়াছিন আরাফাত জানান, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম জেলে কার্ডের চাল বিক্রি করেছিল। এ বিষয় নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম  তিনি ক্ষুব্ধ হয়ে ছিলেন।

আমি অসুস্থ হওয়ায় ঢাকা থেকে বাড়িতে ফিরেছি সন্ধ্যার আগ মুহূর্তে ওষধ কেনার জন্য চাঁদনীমুখা বাজারে গেলে সেখানে চেয়ারম্যানের নির্দেশে ভাতিজা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী নাজমুল ও স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্য মোস্তাফিজুর রহমান রিপন আমার উপর আতর্কিত হামলা করে। এলোপাতাড়ি চড়, কিল, ঘুষি মারে।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম বলেন, বাজারে এসে আজেবাজে কথা বলার কারণে হয়তো দুই একটা চড় থাপ্পড় মারতে পারে। এর বেশী কিছু নয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির মোল্লা বলেন, হামলার ঘটনার মৌখিক অভিযোগ শুনেছি। তবে লিখিত কোন অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।