তিতাস থানা পরিদর্শনে কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ । ১২:৩৯ অপরাহ্ণ

তিতাস থানা পরিদর্শনে কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সার

আজ ২২ সেপ্টেম্বর, সোমবার, বেলা ১১ টায় কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) আমিরুল কায়সার তিতাস থানা পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা এবং নাগরিক সেবা বিষয়ক বিভিন্ন দিক ঘুরে দেখেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন এবং সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা।

জেলা প্রশাসকের এই পরিদর্শনকে কেন্দ্র করে থানায় এক কর্মব্যস্ত পরিবেশ লক্ষ্য করা যায়। প্রশাসনের উচ্চ পর্যায়ের এই সফর তিতাস থানার সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পাদক : আলী আশরাফ আখন্দ।  কপিরাইট © অগ্রণী  বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত 

প্রিন্ট করুন