
- জাতীয় প্রেসক্লাবে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে জোরালো সমাবেশ
জহিরুল কাইয়ূম এফসিএ’র পক্ষ থেকে দৃঢ় অবস্থান*
এম এ জামান, ২৪/০৯/২০২৫
গত সোমবার (২২শে সেপ্টেম্বর ), জাতীয় প্রেসক্লাবের সম্মেলন চত্বরে এক ব্যতিক্রমধর্মী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মূল লক্ষ্য ছিল বহু প্রতীক্ষিত কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিকে সামনে আনা।
সমাবেশে কুমিল্লার নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং কুমিল্লাবাসীর দীর্ঘদিনের এ দাবিকে নতুন করে উজ্জীবিত করেন। উক্ত মানববন্ধনে বিশেষভাবে উপস্থিত ছিলেন কুমিল্লার গর্ব, দেশের খ্যাতনামা পেশাজীবী ও সমাজসেবক জহিরুল কাইয়ূম এফসিএ।
জহিরুলকাইয়ূম বলেন-
“কুমিল্লা শুধু একটি নাম নয়, এটি একটি ঐতিহ্য, একটি গৌরব। ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি ও জনসংখ্যার বিচারে কুমিল্লা অনেক আগেই বিভাগ হওয়ার যোগ্যতা অর্জন করেছে। আমরা কুমিল্লাবাসী আজ এক কণ্ঠে দাবি জানাই – কুমিল্লা নামেই বিভাগ চাই, অবিলম্বে চাই।”
জহিরুল কাইয়ূম এফসিএ আরও বলেন, এই দাবির পেছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই, বরং এটি কুমিল্লার মানুষের ন্যায্য অধিকার এবং আত্মমর্যাদার বিষয়। বিভাগ বাস্তবায়নে সরকারের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং জানান যে, এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।