
হোমনায় ভিপি ইব্রাহিম ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন
হালিম সৈকত,কুমিল্লা ।।
মানব সেবা পরম ধর্ম। পরের উপকারে নিজেকে উৎসর্গ করার মাঝে জীবনের চরম সার্থকতা উপলব্ধি করা যায়। এ লক্ষ্য নিয়ে কুমিল্লার হোমনায় ভিপি ইব্রাহিম ফাউন্ডেশনের মাসিক ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, চিকিৎসা ক্যাম্পে স্থানীয় ১৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
১১ অক্টোবর শনিবার উপজেলার মাথাভাঙ্গা জয়দেবপুর সাদ্দাম বাজারে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা।
বিশিষ্ট সমাজ সেবক হযরত আলী সওদাগরের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা আবদুল করিম, সমাজ সেবক মো. ফারুক উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদুজ্জামান মোল্লা,ফাউন্ডেশনের সভাপতি আলমগীর হোসেন, রাজু আহমেদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
চিকিৎসা সেবা কার্যক্রমে দায়িত্ব পালন করেন হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ শহিদুল্লা এবং ডা. রেজাউল করিম।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হোমনা সরকারি কলেজের ভিপি ইব্রাহিম জানান , অর্থের অভাবে কোনো গরীব রোগী যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্য রেখে কাজ করে যাবো । এ জন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি ।