“কুমিল্লা নামেই বিভাগ” দাবী নয় আমাদের অধিকার। নাগরিক পরিষদ কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন কমিটি গঠিত।
“কুমিল্লা নামেই বিভাগ” দাবী নয় আমাদের অধিকার।
নাগরিক পরিষদ কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন কমিটি গঠিত।।। নিজস্ব প্রতিবেদক।।
গত ৮ সেপ্টেম্বর ২০২৫ সোমবার, কুমিল্লা টাউন হল মুক্তিযোদ্ধা কর্নার হলে সন্ধ্যা ৭টায় কুমিল্লা নামেই বিভাগ ঘোষণার দাবীতে বৃহত্তর কুমিল্লা জেলা ও চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী অঞ্চলের সুধী সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি নাগরিক পরিষদ কুমিল্লা কমিটি গঠন করা হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ৮০ও ৯০দশকের গণতান্ত্রিক আন্দোলন ও স্বাধীনতা পরবর্তি সকল স্বৈরাচার বিরোধী আন্দোলনে কুমিল্লার স্বজ্জন রাজনীতিক ব্যক্তিত্ব ড.শাহ মোঃ সেলিম। অনুষ্ঠানে বক্তাগন বলেন,,, “”কুমিল্লা নামেই বিভাগ “” দাবী নয় আমাদের অধিকার।
সভায় ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির নেতৃবৃন্দ, বিদেশে অবস্থানরত কুমিল্লার প্রতিনিধিসহ বুদ্ধীজিবী,সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক, পরিবেশসংগঠক এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মিলিত সমন্বয়ে ১৩১ সদস্য বিশিষ্ট কুমিল্লা নামেই বিভাগ নাগরিক পরিষদ কুমিল্লা আন্দোলনের উদ্যোগ গ্রহণ করা হয়। নাগরিক পরিষদ কুমিল্লা কমিটির যথাক্রমে সাবেক ছাত্রনেতা মোঃ মোজাহিদ চৌধুরী ও কুমিল্লা টাউন হলের এডহক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা সাজ্জাদুল কবিরকে দৈথ সদস্য সচিব এবং কুমিল্লার সন্তান জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্বদ্যালয়ের ঢাকার অন্যতম সংগঠক নাভিদ নওরোজ শাহ্কে প্রধান সমন্বয়ক ও ঢাকাস্থ কুমিল্লা সমিতির যুগ্ম সম্পাদক সাংবাদিক লায়ন শেখ ফরিদ উদ্দিন কে ঢাকাস্থ লীয়াজোঁ সমন্বয়ক করে জহিরুল হক দুলাল, ড. আলী হোসেন চৌধুরী, আবুল হাসনাত বাবুল, আলহাজ্ব আলমগীর খান, সাবেক সচিব এবিএম শাহজাহান, সাবেক সচিব আনোয়ার ফারুক কুহিনুর, ডাঃ ইকবাল আনোয়ারসহ ১১সদস্য বিশিষ্ট সম্মানিত সদস্য করে ১৩১ সদস্য বিশিষ্ট নাগরিক পরিষদ কুমিল্লা কমিটি গঠন করা হয়। চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া,নোয়াখালী, লক্ষীপুর জেলা এবং প্রবাসীদের মধ্যে আমেরিকা, ফ্রান্স, কানাডা, জার্মানী, ইংল্যান্ড, দুবাই, সৌদীআরবসহ অন্যান্য দেশসমূহের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে বিশ্বব্যাপী কুমিল্লা বিভাগ ঘোষণা বাস্তবায়ন করা হবে।
সভায় সর্বসম্মতিক্রমে জনমত সৃষ্টিপূর্বক দাবী নয় অধিকার আদায়ে কুমিল্লায় পথসভা, গণপ্রচার কার্যক্রম, প্রচারপত্র বিলি, ঢাকায় কুমিল্লা সমিতির যৌথ উদ্যোগে মানববন্ধন, সেমিনার, কাউন্সিলিং, ক্যাম্পেইন, আয়োজন করে সর্বস্তরের বৃহত্তর কুমিল্লাবাসীকে যার যার অবস্থান থেকে সম্পৃক্ত করে বিভাগের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত লিখিত আকারে গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন ড.আলী হোসেন চৌধুরী, আবুল হাসনাত বাবুল, বীরমুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ, অধ্যাপক রুহুল আমিন বকুল, সাইদুর রহমান তামান্না, মুজাহিদ চৌধুরী, এড শামসুল আলম মোহন, সাজ্জাদুল কবির,
খায়রুল আনাম রায়হান, আবুল কাশেম, রতন প্রণয়, জসিম উদ্দিন আহমেদ সিপিবি, শাহানা হক, জিএম সামদানী, বোরহান উদ্দিন ভূইয়া, মোতাহার হোসেন মাহবুব, এস এম মিজান, গাজী রেজাউল কবির মেজবাহ, রাসেল খান, মোঃ জসিম উদ্দিন, যুবনেতা জুনায়েদ রায়হান, যুদ্ধাহত ছাত্রনেতা শাহেদ আহমেদ।
সভায় সভাপতির বক্তব্যে নাগরিক পরিষদ কুমিল্লার আহ্বায়ক ড.শাহ মোঃ সেলিম বর্তমান অন্তর্বতিকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও কুমিল্লার বীর সন্তান উপদেষ্টাদের প্রতি অবিলম্বে কুমিল্লা নামেই বিভাগ ঘোষণার জোড় দাবী জানান।

আপনার মতামত লিখুন