খুঁজুন
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ, ১৪৩২

“কুমিল্লা নামেই বিভাগ” দাবী নয় আমাদের অধিকার। নাগরিক পরিষদ কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন কমিটি গঠিত।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৫ অপরাহ্ণ
“কুমিল্লা নামেই বিভাগ” দাবী নয় আমাদের অধিকার।  নাগরিক পরিষদ কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন কমিটি গঠিত।

“কুমিল্লা নামেই বিভাগ” দাবী নয় আমাদের অধিকার।

নাগরিক পরিষদ কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন কমিটি গঠিত।।। নিজস্ব প্রতিবেদক।।
গত ৮ সেপ্টেম্বর ২০২৫ সোমবার, কুমিল্লা টাউন হল মুক্তিযোদ্ধা কর্নার হলে সন্ধ্যা ৭টায় কুমিল্লা নামেই বিভাগ ঘোষণার দাবীতে বৃহত্তর কুমিল্লা জেলা ও চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী অঞ্চলের সুধী সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি নাগরিক পরিষদ কুমিল্লা কমিটি গঠন করা হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ৮০ও ৯০দশকের গণতান্ত্রিক আন্দোলন ও স্বাধীনতা পরবর্তি সকল স্বৈরাচার বিরোধী আন্দোলনে কুমিল্লার স্বজ্জন রাজনীতিক ব্যক্তিত্ব ড.শাহ মোঃ সেলিম। অনুষ্ঠানে বক্তাগন বলেন,,, “”কুমিল্লা নামেই বিভাগ “” দাবী নয় আমাদের অধিকার।
সভায় ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির নেতৃবৃন্দ, বিদেশে অবস্থানরত কুমিল্লার প্রতিনিধিসহ বুদ্ধীজিবী,সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক, পরিবেশসংগঠক এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মিলিত সমন্বয়ে ১৩১ সদস্য বিশিষ্ট কুমিল্লা নামেই বিভাগ নাগরিক পরিষদ কুমিল্লা আন্দোলনের উদ্যোগ গ্রহণ করা হয়। নাগরিক পরিষদ কুমিল্লা কমিটির যথাক্রমে সাবেক ছাত্রনেতা মোঃ মোজাহিদ চৌধুরী ও কুমিল্লা টাউন হলের এডহক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা সাজ্জাদুল কবিরকে দৈথ সদস্য সচিব এবং কুমিল্লার সন্তান জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্বদ্যালয়ের ঢাকার অন্যতম সংগঠক নাভিদ নওরোজ শাহ্কে প্রধান সমন্বয়ক ও ঢাকাস্থ কুমিল্লা সমিতির যুগ্ম সম্পাদক সাংবাদিক লায়ন শেখ ফরিদ উদ্দিন কে ঢাকাস্থ লীয়াজোঁ সমন্বয়ক করে জহিরুল হক দুলাল, ড. আলী হোসেন চৌধুরী, আবুল হাসনাত বাবুল, আলহাজ্ব আলমগীর খান, সাবেক সচিব এবিএম শাহজাহান, সাবেক সচিব আনোয়ার ফারুক কুহিনুর, ডাঃ ইকবাল আনোয়ারসহ ১১সদস্য বিশিষ্ট সম্মানিত সদস্য করে ১৩১ সদস্য বিশিষ্ট নাগরিক পরিষদ কুমিল্লা কমিটি গঠন করা হয়। চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া,নোয়াখালী, লক্ষীপুর জেলা এবং প্রবাসীদের মধ্যে আমেরিকা, ফ্রান্স, কানাডা, জার্মানী, ইংল্যান্ড, দুবাই, সৌদীআরবসহ অন্যান্য দেশসমূহের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে বিশ্বব্যাপী কুমিল্লা বিভাগ ঘোষণা বাস্তবায়ন করা হবে।
সভায় সর্বসম্মতিক্রমে জনমত সৃষ্টিপূর্বক দাবী নয় অধিকার আদায়ে কুমিল্লায় পথসভা, গণপ্রচার কার্যক্রম, প্রচারপত্র বিলি, ঢাকায় কুমিল্লা সমিতির যৌথ উদ্যোগে মানববন্ধন, সেমিনার, কাউন্সিলিং, ক্যাম্পেইন, আয়োজন করে সর্বস্তরের বৃহত্তর কুমিল্লাবাসীকে যার যার অবস্থান থেকে সম্পৃক্ত করে বিভাগের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত লিখিত আকারে গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন ড.আলী হোসেন চৌধুরী, আবুল হাসনাত বাবুল, বীরমুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ, অধ্যাপক রুহুল আমিন বকুল, সাইদুর রহমান তামান্না, মুজাহিদ চৌধুরী, এড শামসুল আলম মোহন, সাজ্জাদুল কবির,
খায়রুল আনাম রায়হান, আবুল কাশেম, রতন প্রণয়, জসিম উদ্দিন আহমেদ সিপিবি, শাহানা হক, জিএম সামদানী, বোরহান উদ্দিন ভূইয়া, মোতাহার হোসেন মাহবুব, এস এম মিজান, গাজী রেজাউল কবির মেজবাহ, রাসেল খান, মোঃ জসিম উদ্দিন, যুবনেতা জুনায়েদ রায়হান, যুদ্ধাহত ছাত্রনেতা শাহেদ আহমেদ।
সভায় সভাপতির বক্তব্যে নাগরিক পরিষদ কুমিল্লার আহ্বায়ক ড.শাহ মোঃ সেলিম বর্তমান অন্তর্বতিকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও কুমিল্লার বীর সন্তান উপদেষ্টাদের প্রতি অবিলম্বে কুমিল্লা নামেই বিভাগ ঘোষণার জোড় দাবী জানান।

জিয়া ও খালেদার কবর জিয়ারত করলেন মালয়েশিয়া বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
   
জিয়া ও খালেদার কবর জিয়ারত করলেন মালয়েশিয়া বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ

জিয়া ও খালেদার কবর জিয়ারত করলেন মালয়েশিয়া বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ


নিজস্ব প্রতিবেদক:
আজ বিকেলে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় মালয়েশিয়া বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ রাজধানীর জিয়া উদ্যানে তাঁদের কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ মরহুমদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ড. ওয়ালিউল্লাহ জাহিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ মিয়া, প্রচার সম্পাদক এস এম বশির আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাফর, আইটি বিষয়ক সম্পাদক এম. ফরহাদ হোসেন, উপদেষ্টা জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাবেক জাসাস নেতা লায়ন শেখ ফরিদ উদ্দিন, মমতাজুল হক লিটন এবং হাসান (সদস্য, মালয়েশিয়া বিএনপি)।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা জাহাঙ্গীর আলম খান (সভাপতি), রফিকুল ইসলাম ইলিয়াস (সাধারণ সম্পাদক), মো. বাদ হাওলাদার (সহ-সাধারণ সম্পাদক), আরিফ হোসেন, সাইফুল সোহেল রানা, আব্দুল্লাহ আর রাফিউ ও শাহিন আলম সহ অন্যান্য নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে দেশ ও দলের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়াই হবে তাঁদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

সবার আগে দেশপ্রেম দরকার: সিনিয়র সচিব এবিএম শাহজাহান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
   
সবার আগে দেশপ্রেম দরকার: সিনিয়র সচিব এবিএম শাহজাহান
  1. সবার আগে দেশপ্রেম দরকার: সিনিয়র সচিব এবিএম শাহজাহান
    স্টাফ রিপোর্টার: এম এ জামান

দেশের সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য সবার আগে প্রয়োজন দেশপ্রেম—এমন মন্তব্য করেছেন সিনিয়র সচিব এবিএম শাহজাহান। তিনি বলেন, জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে হলে প্রত্যেক নাগরিককে কর প্রদানে আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে।
শুক্রবার বিকেলে মতিঝিলে ভ্যাট, ট্যাক্স প্র্যাকটিস অ্যান্ড কমপ্লায়েন্স বিষয়ে ছয় মাসব্যাপী পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিনিয়র সচিব এবিএম শাহজাহান আরও বলেন, রাজস্ব আদায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। এ ক্ষেত্রে দেশের সকল করদাতা নাগরিককে স্বতঃস্ফূর্তভাবে ট্যাক্স প্রদানে আগ্রহী হতে হবে। কর ফাঁকির সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। ১৯৯১ সালে প্রবর্তিত ভ্যাট ব্যবস্থা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক পদ্ধতিতে ভ্যাট ও ট্যাক্স প্রদান করা আমাদের সকলের নৈতিক ও নাগরিক দায়িত্ব। জনগণকে ভ্যাট ও ট্যাক্স প্রদানে উদ্বুদ্ধ করা ভ্যাট-ট্যাক্স প্র্যাকটিশনারদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেশপ্রেম ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। পাশাপাশি দুর্নীতি দমনে সকল প্রতিষ্ঠানকে আরও জোরালোভাবে কাজ করার আহ্বান জানান তারা।
৬ ডি বিচ সল্যুশন কনসালটেন্সি ফার্ম আয়োজিত এই ছয় মাসব্যাপী ডিপ্লোমা কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি এবিএম শাহজাহান। তিনি কোর্সে অংশগ্রহণকারীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ৬ ডি বিচ সল্যুশনের ব্যবস্থাপনা পার্টনার ও আয়কর আইনজীবী মোঃ মাহমুদুল হাসান বলেন, ভ্যাট ও ট্যাক্স প্র্যাকটিস অ্যান্ড কমপ্লায়েন্সকে একটি পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া জরুরি। আমরা রাজস্ব আদায়ের যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছি। কর প্রদান প্রক্রিয়া সহজ করাই আমাদের লক্ষ্য। দুর্নীতি রোধে জিহাদের মতো মনোভাব নিয়ে কাজ করতে হবে এবং সবাইকে স্বেচ্ছায় কর প্রদানে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একেএম দেলোয়ার হোসেন, এফসিএমএ, ড. নুরুল আজহার (প্রেসিডেন্ট, বাংলাদেশ ভ্যাট বার অ্যাসোসিয়েশন), মোঃ সাইফুল ইসলাম, এফসিএ, এনবিআরের রাজস্ব কর্মকর্তা আসিফ আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আল্লামা ইমাম হায়াত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১২:২১ অপরাহ্ণ
   
প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আল্লামা ইমাম হায়াত

প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আল্লামা ইমাম হায়াত।

মানবতার রাজনীতির দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা অগ্নিসংযোগ বাক স্বাধীনতা, গণতন্ত্র ও রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে জংগীবাদী সন্ত্রাসবাদী স্বৈরদস্যুতান্ত্রিক অপরাধ হয়েছে।

আল্লামা ইমাম হায়াত বলেন সাংবাদিক ও সংবাদ মিডিয়ার স্বাধীনতা হরন ও কন্ঠ রোধ স্বৈরদস্যুতান্ত্রিক হিংস্র পাশবিক ফ্যাসিবাদী চরিত্র এবং সত্য ও মানবতার বিরুদ্ধে যুদ্ধের নামান্তর।

ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন ক্ষমতাসীন মহল জনগণের জীবনের নিরাপত্তা যেমন রক্ষা করতে পারে নাই তেমনি বাক স্বাধীনতাও রক্ষা করতে পারে নাই, বরং জীবনের নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার হরনকারি ও গণতন্ত্রের শত্রু হিংস্র সাম্প্রদায়িক স্বৈররাজনীতির বিষাক্ত ধারাকে রাষ্ট্রীয় প্রশ্রয় দিয়ে চলেছে।

জীবনের নিরাপত্তা ও জীবনের স্বাধীনতা এবং ধর্মের মানবিক মূল্যবোধ ও গণতন্ত্র ছাড়া রাষ্ট্র একক গোষ্ঠীবাদি হিংস্র পাশবিক সাম্প্রদায়িক স্বৈররাজনীতির জবরদখলে রুদ্ধ ও ধ্বংস হয়ে যাবে বলে আল্লামা ইমাম হায়াত জনগণকে সতর্ক করেছেন।

জীবন ধর্ম রাষ্ট্র ও গণতন্ত্র রক্ষায় জনগণকে সকল ধ্বংসাত্মক উগ্রবাদী সন্ত্রাসবাদী হিংস্র পাশবিক সাম্প্রদায়িক স্বৈররাজনীতির দল বর্জন করে সব ধর্মের সব মত পথের সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার ভিত্তিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্রের লক্ষ্যে সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতির ভিত্তিতে ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান।
– শেখ রায়হান রাহবার, মহাসচিব, #বিশ্ব_ইনসানিয়াত_বিপ্লব_বাংলাদেশ, 01786272829