তিতাসে পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত মাদক সম্রাট রানা শিকদার গ্রেফতার
তিতাস (কুমিল্ল), ১০ সেপ্টেম্বর:
তিতাস থানার পুলিশের একটি বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার হয়েছে দক্ষিণ আকালিয়া এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী সালাউদ্দিন শিকদার রানা (৪৫) ও তার সহযোগী বাতাকান্দির শরীফ (৩৫)। মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় নিজ বাড়িতে ইয়াবা বিক্রির মুহূর্তে রানা শিকদারকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা ক্রয় করতে আসা শরীফকেও আটক করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে মোট ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রানা শিকদার দক্ষিণ আকালিয়া এলাকার এমদাদুল হক সুধন শিকদারের ছেলে। দীর্ঘদিন ধরে সে এলাকায় মাদক ব্যবসার মূল হোতা হিসেবে পরিচিত। অপরদিকে, শরীফ বাতাকান্দি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
আটকের কিছুক্ষণ পর রানা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, তার বড় ভাই খোকন শিকদারের সহায়তায় তাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ বলেন,
“মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। যেকোনো মূল্যে তিতাস থেকে মাদক নির্মূল করাই আমাদের অঙ্গীকার। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
রানা শিকদারের গ্রেফতারে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ। এলাকাবাসীর ভাষ্যমতে, সে দীর্ঘদিন ধরে ইয়াবাসহ নানা ধরনের মাদকের ব্যবসায় জড়িত ছিল। তারা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রানা ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পাশাপাশি, যারা এখনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তারা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে তিতাস থানা পুলিশ।

আপনার মতামত লিখুন