হোমনা তিতাসের সেবক হতে চাই — সাবেক সচিব ইন্জিনিয়ার এম এ মতিন খান।।
হোমনা তিতাস থেকে নিজস্ব প্রতিনিধি।। হোমনা তিতাসের জনমানুষের কাণ্ডারীনয়, অভিভাবক নয় আমি সেবক হতে চাই। গতকাল হোমনায় অনুষ্ঠিত এক আনন্দ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সচিব ইন্জিনিয়ার এম এ মতিন খান এ কথা বলেন। কুমিল্লা-২ আসন পুনর্বহালকে স্বাগত জানিয়ে হোমনা তিতাস উপজেলার সর্বস্তরের জনগণের অংশগ্রহনে গতকাল তিতাস হোমনায় এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এ আনন্দ মিছিলে নেতৃত্ব দেন তিতাসের কৃতি সন্তান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এ পি এস সাবেক সচিব ইন্জিনিয়ার এম এ মতিন খান। মতিন খান তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। তিনি আরও বলেন এ এলাকার জনগনকে সেবা দেয়ার জন্য কাকে নির্ধারিত করে রেখেছেন সেটা আল্লাহ্পাক ই ভালো জানেন। আপনাদের সকলের দোয়ায় সৃষ্টি কর্তা যদি আমাকে এ দায়িত্ব প্রদান করেন তাহলে আমি আপনাদের অভিভাবক নয় এবং কান্ডারীও নয় আমি সেবক হয়ে আপনাদের আশা আকাংখার প্রতিফলন ঘটাবো। আমি আল্লাহর উপর ভরসা করছি। মনোনয়ন ও নেতৃত্ব আল্লাহর তরফ থেকে আসে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তিতাস উপজেলা থেকে বিশাল গাড়ি বহর নিয়ে নেতাকর্মীরা হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে জমায়েত হন। সেখান থেকে শুরু হয়ে আনন্দ মিছিলটি হোমনা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ারের বাসভবনে এসে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জহিরুল হক জহর। তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপনসহ হোমনা তিতাসের বহু দলীয় নেতা কর্মী এ সমাবেশে অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন। এ সময় বক্তারা কুমিল্লা-২ আসন পুনর্বহালের সিদ্ধান্তকে জনগণের দাবি পূরণের একটি ইতিবাচক পদক্ষেপ বলে মন্তব্য করেন।
সমাবেশের আগে ইঞ্জিনিয়ার এম এ মতিন খান দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মরহুম এম কে আনোয়ারের কবর জিয়ারত করেন এবং তার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এই কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়, যা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নতুন আশা জাগিয়েছে বলে জানান উপস্থিত অনেকে।

আপনার মতামত লিখুন