একতাই শক্তি, একতাই বল — স্বাস্থ্য বিভাগের সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির মাসিক সভা অনুষ্ঠিত
একতাই শক্তি, একতাই বল — স্বাস্থ্য বিভাগের সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির মাসিক সভা অনুষ্ঠিত
ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৫
“একতাই শক্তি, একতাই বল”—এই মূলমন্ত্রকে ধারণ করে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির মাসিক আলোচনা সভা গতকাল মহাখালীর ইপিআই ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক হানিফ মিয়া গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি সংগঠনের চলমান কার্যক্রম, সদস্যদের কল্যাণ, পেশাগত অধিকার এবং ঐক্য রক্ষার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সভায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং সদস্যদের মতামত গ্রহণ করা হয়।
সভায় সমিতির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আলোচনা প্রাণবন্ত হয়ে ওঠে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের সভা চালকদের পেশাগত জীবন ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন