চান্দেরচরের কৃতি সন্তান মোঃ মহিউদ্দিন শাহীন সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত
চান্দেরচরের কৃতি সন্তান মোঃ মহিউদ্দিন শাহীন সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত
নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লা জেলার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের মরহুম নজরুল মাষ্টারের কৃতি সন্তান, স্বদেশ পল্লী ডেভেলপারস এর সম্মানিত চেয়ারম্যান, কুমিল্লা ব্যবসায়ী সংগঠক ওয়েল ফেয়ার এর সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও মানবিক কর্মকাণ্ডের অন্যতম পথিকৃৎ মোঃ মহিউদ্দিন শাহীন অর্জন করেছেন বিশেষ স্বীকৃতি।
সম্প্রতি রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুরুল চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে, মালয়েশিয়ার ইউনিভার্সিটি লেকচারার ও মিডিয়া ব্যক্তিত্ব ড. ফয়জুল হকের হাত থেকে মোঃ মহিউদ্দিন শাহীনকে এই “সম্মাননা অ্যাওয়ার্ড” প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তির পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শাহীন বলেন,
“এই স্বীকৃতি আমার প্রিয় হোমনাবাসী ও চান্দেরচরের মানুষের ভালোবাসার প্রতিফলন। সমাজের উন্নয়ন ও মানবকল্যাণে আজীবন কাজ করে যেতে চাই।”
তিনি দীর্ঘদিন ধরে সমাজসেবা, শিক্ষা উন্নয়ন, মানবিক সহায়তা ও সামাজিক দায়িত্ববোধে অনন্য ভূমিকা রেখে চলেছেন। তাঁর এই অর্জনে এলাকায় আনন্দ ও গর্বের ছোঁয়া লেগেছে।
স্থানীয় সচেতন মহল জানিয়েছেন, এমন এক পরিশ্রমী, মানবিক ও সৎ ব্যবসায়ীর স্বীকৃতি হোমনার জন্য এক বড় সম্মান।

আপনার মতামত লিখুন