আত্মহত্যা প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।
আত্মহত্যা প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।
আজ দিনভর রাজধানীর হলিডে ইন হোটেলে বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গকে নিয়ে আত্মহত্যা প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় চলচ্চিত্র নির্মাতা, মঞ্চ ও পর্দার কুশলীদের নির্দেশিকা প্রদান করা হয়। দেশের প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মানসিক চিকিৎসকদের উপস্থিতিতে হল ছিল পরিপূর্ণ। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডাক্তার মাহবুবুর রহমানের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক প্রফেসর ডা: খায়ের আহমেদ চৌধুরী ।
তিনি তার বক্তব্য বলেন আত্মহত্যা সারা বিশ্বে একটি সমস্যা। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। জীবনের যেকোনো মুহূর্তে মানুষ হত্যা প্রবন হয়ে উঠতে পারে। অনেক দেশে তরুণদের অকাল মৃত্যুর প্রধান কারণ এই আত্মহত্যা। তিনি আরো বলেন আত্মহত্যা প্রতিরোধ কাজটি কঠিন হলেও সম্ভবপর। জীবনের নানামুখীর চাপ তরুণদের শেখানো, সময়মতো মানসিক চাপ রোগ নির্ণয় ও মূল্যায়ন কার্যকর চিকিৎসা প্রদান করলে এই প্রবণতা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তিনি আরো বলেন গণমাধ্যম যদি দায়িত্বশীল প্রতিবেদন প্রকাশ করে মিডিয়ায় যদি আত্মহত বিষয়টি কম দেখানো হয় এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হয় তাহলে কমে যাবে। বক্তারা এ ব্যাপারে গুরুত্ব আরোপ করেন এবং স্কুল-কলেজে কাউন্সিলিং করার পরামর্শ দেন। বক্তারা চলচ্চিত্র, নাটক, মিডিয়া এবং স্টেজ পারফরমেন্সের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন।তারা বলেন যে সকল কন্টেন্ট দেখার পরে মানুষের আত্মহত্যার প্রবণতা বাড়তে পারে সেই ধরনের কনটেন্ট বিনির্মাণ থেকে নির্মাতাদেরকে দূরে থাকার আহ্বান জানানো হয়। আত্মহত্যা প্রতিরোধ এবং এই সম্পর্কিত বিভিন্ন আইনি বিষয়ও আলোচনায় উঠে আসে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেশের প্রখ্যাত অভিনেতা আব্দুল আজিজ, অভিনেত্রী ও প্রযোজক শবনম পারভীন, অভিনেত্রী প্রমা আজিজ, নৃত্য পরিচালক আজিজ রেজা ও ইউসুফ খান এবং বিশিষ্ট উপস্থাপিকা,, আবৃত্তি শিল্পী,ও লেখক শিমুল পারভীন প্রমুখ।

আপনার মতামত লিখুন